ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকায় সর্বনাশ হয়ে গেল তাদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেলসির সাবেক মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ডাচ ক্লাব ভিতেসের ১৮ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে। শুক্রবারের এই সিদ্ধান্তে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল থেকে ছিটকে গেছে ক্লাবটি।

কখনো ডাচ লিগ না জিতলেও এরেদিভিসির পরিচিত মুখ ভিতেসে। ইউরোপেও নিয়মিত দেখা যেত তাদের। কখনো লিগ না জেতা একটি ডাচ ক্লাবের ১৬ মৌসুম ইউরোপিয়ান মৌসুম খেলা বেশ বড় অর্জন। সেই ভিতেস ৩৫ বছর পর ডাচ লিগের দ্বিতীয় স্তরে খেলবে আগামী মৌসুমে।

এক বিবৃতিতে ভিতেসে জানিয়েছে ডাচ সকার ফেডারেশনের দেওয়া এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে না তারা। এতে তাদের দ্বিতীয় স্তরে চলে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। কারণ, এই মৌসুমে ভালো করছে না ভিতেস। লিগে ৩০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট ছিল ক্লাবটির। তাদের আগে ১৭তম স্থানে থাকা ভলদেন্দামের পয়েন্ট ১৯। লিগের ১৫ ও ১৬তম ক্লাব ভিতেসের চেয়ে ৮ ও ৭ পয়েন্ট এগিয়ে ছিল।

সরাসরি অবনমন এড়াতে অন্তত ১৬-তে থাকতে হয় । শেষ ৪ ম্যাচে তাই প্রায় অসাধ্য সাধন করতে হতো। কিন্তু ১৮ পয়েন্ট কাটা পড়ায়, ভিতেসের পয়েন্ট হয়েছে নেগেটিভ ১। ফলে শেষ চার ম্যাচে যাই হোক, ১৭তে থাকা ভলদেনদামকেও টপকাতে পারবে না ভিতেসে।

ডাচ ফেডারেশন বলেছে, আর্থিক লাইসেন্সের শর্ত বারবার পূরণ করতে পারেনি ভিতেসে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ব্রিটিশ সরকার আব্রামোভিচকে বাধ্য করেছিল চেলসি বিক্রি করে দিতে। ভিতেসের রাশিয়ান মালিকদের আব্রামোভিচের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বেশ পুরনো।

ডাচ লিগ বলছে, ভিতেস চালানোর সঙ্গে আব্রামোভিচের সংশ্লিষ্ট আছেন বা ছিলেন –এর আভাস মিলেছে। এবং নিষেধাজ্ঞার শর্ত ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান গত বছর দাবি করেছিল, আব্রামোভিচ গোপনে ভিতেসকে ১০ কোটি ডলার দিয়েছেন। আব্রামোভিচের অধীনে থাকা অবস্থায় চেলসির খেলোয়াড়দের প্রায়ই ধারে পাঠানো হতো ভিতেসে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকায় সর্বনাশ হয়ে গেল তাদের

আপডেট সময় : ০৪:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চেলসির সাবেক মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ডাচ ক্লাব ভিতেসের ১৮ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে। শুক্রবারের এই সিদ্ধান্তে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল থেকে ছিটকে গেছে ক্লাবটি।

কখনো ডাচ লিগ না জিতলেও এরেদিভিসির পরিচিত মুখ ভিতেসে। ইউরোপেও নিয়মিত দেখা যেত তাদের। কখনো লিগ না জেতা একটি ডাচ ক্লাবের ১৬ মৌসুম ইউরোপিয়ান মৌসুম খেলা বেশ বড় অর্জন। সেই ভিতেস ৩৫ বছর পর ডাচ লিগের দ্বিতীয় স্তরে খেলবে আগামী মৌসুমে।

এক বিবৃতিতে ভিতেসে জানিয়েছে ডাচ সকার ফেডারেশনের দেওয়া এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে না তারা। এতে তাদের দ্বিতীয় স্তরে চলে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। কারণ, এই মৌসুমে ভালো করছে না ভিতেস। লিগে ৩০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট ছিল ক্লাবটির। তাদের আগে ১৭তম স্থানে থাকা ভলদেন্দামের পয়েন্ট ১৯। লিগের ১৫ ও ১৬তম ক্লাব ভিতেসের চেয়ে ৮ ও ৭ পয়েন্ট এগিয়ে ছিল।

সরাসরি অবনমন এড়াতে অন্তত ১৬-তে থাকতে হয় । শেষ ৪ ম্যাচে তাই প্রায় অসাধ্য সাধন করতে হতো। কিন্তু ১৮ পয়েন্ট কাটা পড়ায়, ভিতেসের পয়েন্ট হয়েছে নেগেটিভ ১। ফলে শেষ চার ম্যাচে যাই হোক, ১৭তে থাকা ভলদেনদামকেও টপকাতে পারবে না ভিতেসে।

ডাচ ফেডারেশন বলেছে, আর্থিক লাইসেন্সের শর্ত বারবার পূরণ করতে পারেনি ভিতেসে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ব্রিটিশ সরকার আব্রামোভিচকে বাধ্য করেছিল চেলসি বিক্রি করে দিতে। ভিতেসের রাশিয়ান মালিকদের আব্রামোভিচের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বেশ পুরনো।

ডাচ লিগ বলছে, ভিতেস চালানোর সঙ্গে আব্রামোভিচের সংশ্লিষ্ট আছেন বা ছিলেন –এর আভাস মিলেছে। এবং নিষেধাজ্ঞার শর্ত ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান গত বছর দাবি করেছিল, আব্রামোভিচ গোপনে ভিতেসকে ১০ কোটি ডলার দিয়েছেন। আব্রামোভিচের অধীনে থাকা অবস্থায় চেলসির খেলোয়াড়দের প্রায়ই ধারে পাঠানো হতো ভিতেসে।