ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন না: বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ৩৩৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন। ভোটকেন্দ্রে যাবেন না। জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন। গণতন্ত্রের পক্ষ নিন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।

শুক্রবার (৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে দলের অবস্থান পরিষ্কার করে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সবসময়ই যখন মানুষের স্রোত ও সমর্থন একদিকে থাকে তখন দুই-একজন বিপদগামী লোক থাকেই। সে বিপথগামী লোক নির্বাচন করতেই পারে এবং দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা মহাসমুদ্রের মতো একটি দল, বিপুলসংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থন, বিপুলসংখ্যক নেতাকর্মী আমাদের। ওই রকম একটি ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মুর্খের স্বর্গে বাস করে। তারা সেটা টের পায় না, তারা কোনো ধরনের ঘোরের মধ্যে থাকে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে কি পরিণতি হবে? এটা তো এই ১৬-১৭ বছরে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা ও তার লোকেরা। আমাদের প্রতিদ্বন্দ্বিরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র জমা দিতে গেছেন, জমা দিতে পারেননি। রাস্তার মধ্যে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। রিকশার প্রচার চালাতে গেছে সেই রিকশা ভেঙে ফেলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে- এটা তো একটার পর একটা দৃষ্টান্ত। এখন দুই-একজন তো এ রকম থাকতেই পারে। এটা তো হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন এখানে এ রকম দুই-একজন থাকতেই পারে।

সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে উপজেলা নির্বাচনের যে আহ্বান জানিয়েছেন তা তুলে ধরেন রিজভী। এ সময় বিএনপি নেতা ডা. আব্দুল কুদ্দুস, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। আসুন আপনারা সকলে উপজেলা ভোট বর্জন করুন। ভোটকেন্দ্রে যাবেন না। জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন। গণতন্ত্রের পক্ষ নিন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদের ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয়।

স্বৈরাচারের শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার দীর্ঘায়িত প্রক্রিয়ায় অংশীদার হওয়ার চেয়ে জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের, অনেক বেশি সম্মানের।

রিজভী বলেন, বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে বিএনপি জায়গা করে নিয়েছে। বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী-শুভার্থী-সমর্থক তথা আপনাদের শ্রম-ঘাম-মেধা-ত্যাগ-তিতিক্ষার কারণেই বিএনপি এখন আর শুধু একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে বিএনপির অস্তিত্ব। তাই দেশের এ ক্রান্তিলগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। কারণ, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।

নিউজটি শেয়ার করুন

উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন না: বিএনপি

আপডেট সময় : ১০:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন। ভোটকেন্দ্রে যাবেন না। জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন। গণতন্ত্রের পক্ষ নিন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।

শুক্রবার (৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে দলের অবস্থান পরিষ্কার করে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সবসময়ই যখন মানুষের স্রোত ও সমর্থন একদিকে থাকে তখন দুই-একজন বিপদগামী লোক থাকেই। সে বিপথগামী লোক নির্বাচন করতেই পারে এবং দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা মহাসমুদ্রের মতো একটি দল, বিপুলসংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থন, বিপুলসংখ্যক নেতাকর্মী আমাদের। ওই রকম একটি ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মুর্খের স্বর্গে বাস করে। তারা সেটা টের পায় না, তারা কোনো ধরনের ঘোরের মধ্যে থাকে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে কি পরিণতি হবে? এটা তো এই ১৬-১৭ বছরে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা ও তার লোকেরা। আমাদের প্রতিদ্বন্দ্বিরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র জমা দিতে গেছেন, জমা দিতে পারেননি। রাস্তার মধ্যে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। রিকশার প্রচার চালাতে গেছে সেই রিকশা ভেঙে ফেলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে- এটা তো একটার পর একটা দৃষ্টান্ত। এখন দুই-একজন তো এ রকম থাকতেই পারে। এটা তো হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন এখানে এ রকম দুই-একজন থাকতেই পারে।

সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে উপজেলা নির্বাচনের যে আহ্বান জানিয়েছেন তা তুলে ধরেন রিজভী। এ সময় বিএনপি নেতা ডা. আব্দুল কুদ্দুস, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। আসুন আপনারা সকলে উপজেলা ভোট বর্জন করুন। ভোটকেন্দ্রে যাবেন না। জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন। গণতন্ত্রের পক্ষ নিন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদের ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয়।

স্বৈরাচারের শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার দীর্ঘায়িত প্রক্রিয়ায় অংশীদার হওয়ার চেয়ে জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের, অনেক বেশি সম্মানের।

রিজভী বলেন, বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে বিএনপি জায়গা করে নিয়েছে। বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী-শুভার্থী-সমর্থক তথা আপনাদের শ্রম-ঘাম-মেধা-ত্যাগ-তিতিক্ষার কারণেই বিএনপি এখন আর শুধু একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে বিএনপির অস্তিত্ব। তাই দেশের এ ক্রান্তিলগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। কারণ, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।