ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। আর মুন্সীগঞ্জের গজারিয়ায় মারা যায় একই পরিবারের ৩ জন। এছাড়া গাজীপুরের শ্রীপুরে দুই নির্মাণ শ্রমিক এবং মাদারীপুরে রাজৈরে দুই জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মুন্সীগঞ্জ, নোয়াখালী, গাজীপুর ও মাদারীপুরে পৃথম সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। শনিবার ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ রহমত উল্যাহ ভূঁইয়া, সেনা সদস্য ফজলুল করিম ও মোহাম্মদ আলাউদ্দিন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক ঝড়লো একই পরিবারের তিনজনের প্রাণ। এতে আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন, আলমগীর হোসেন, তার ছেলে জহিরুল ইসলাম, রাহেলা বেগম।

শুক্রবার রাত দেড়টার দিকে তাদের বহনকারী ঢাকাগামী প্রাইভেটকারটি বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আলমগীর হোসেনসহ মারা যান তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে, মাদারীপুরের রাজৈরে গাছ বোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আরো ৩ জন গুরুতর আহত হয়। শনিবার সকালে উপজেলার বদরপাশা কাঠালের ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া, গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার ভোরে ভাংনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, শ্রমিকদের বহনকারী পিকআপটি ভাংনাহাটি এলাকায় পৌছালে একটি ড্রাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

আপডেট সময় : ০৮:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। আর মুন্সীগঞ্জের গজারিয়ায় মারা যায় একই পরিবারের ৩ জন। এছাড়া গাজীপুরের শ্রীপুরে দুই নির্মাণ শ্রমিক এবং মাদারীপুরে রাজৈরে দুই জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মুন্সীগঞ্জ, নোয়াখালী, গাজীপুর ও মাদারীপুরে পৃথম সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। শনিবার ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ রহমত উল্যাহ ভূঁইয়া, সেনা সদস্য ফজলুল করিম ও মোহাম্মদ আলাউদ্দিন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক ঝড়লো একই পরিবারের তিনজনের প্রাণ। এতে আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন, আলমগীর হোসেন, তার ছেলে জহিরুল ইসলাম, রাহেলা বেগম।

শুক্রবার রাত দেড়টার দিকে তাদের বহনকারী ঢাকাগামী প্রাইভেটকারটি বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আলমগীর হোসেনসহ মারা যান তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে, মাদারীপুরের রাজৈরে গাছ বোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আরো ৩ জন গুরুতর আহত হয়। শনিবার সকালে উপজেলার বদরপাশা কাঠালের ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া, গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার ভোরে ভাংনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, শ্রমিকদের বহনকারী পিকআপটি ভাংনাহাটি এলাকায় পৌছালে একটি ড্রাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।