ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বের অর্থনৈতিক সংকটে বাংলাদেশও চাপে আছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের আমদানি-রপ্তানি, জ্বালানি ও ডলার সংকট এসব অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের অর্থনৈতিক সংকট থেকে বাংলাদেশ মুক্ত আছে এটা অস্বীকার করা যাবে না। আমরাও চাপে আছে এটা স্বীকার করতে হবে।’

আজ (রোববার, ৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনও সংঘাতে জড়ায়নি। সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে কিছু করার নেই। বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে প্রশ্ন করলে আমরা কি বলতে পারবো না যুক্তরাষ্ট্রেও সংঘাত তৈরি হচ্ছে?’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ঘিরে তৃণমূল নেতাকর্মীরা যেন মনে না করে, দলীয় প্রতীক বা সমর্থন একই পরিবারে কেন্দ্রিভূত হয়ে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে শর্ত আছে।’

তিনি আরও বলেন, ‘প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার জন্য। এ কারণে আমরা প্রতীক দেইনি। যাতে করে যাদের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে তারা যেন নিতে পারে। অন্যদল প্রতীক দিলে সেটা তাদের বিষয়।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ান আব্দুস সবুর, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের অর্থনৈতিক সংকটে বাংলাদেশও চাপে আছে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের আমদানি-রপ্তানি, জ্বালানি ও ডলার সংকট এসব অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের অর্থনৈতিক সংকট থেকে বাংলাদেশ মুক্ত আছে এটা অস্বীকার করা যাবে না। আমরাও চাপে আছে এটা স্বীকার করতে হবে।’

আজ (রোববার, ৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনও সংঘাতে জড়ায়নি। সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে কিছু করার নেই। বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে প্রশ্ন করলে আমরা কি বলতে পারবো না যুক্তরাষ্ট্রেও সংঘাত তৈরি হচ্ছে?’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ঘিরে তৃণমূল নেতাকর্মীরা যেন মনে না করে, দলীয় প্রতীক বা সমর্থন একই পরিবারে কেন্দ্রিভূত হয়ে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে শর্ত আছে।’

তিনি আরও বলেন, ‘প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার জন্য। এ কারণে আমরা প্রতীক দেইনি। যাতে করে যাদের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে তারা যেন নিতে পারে। অন্যদল প্রতীক দিলে সেটা তাদের বিষয়।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ান আব্দুস সবুর, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।