ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৫৯ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ৩৩৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুন্দেসলিগায় লেভারকুসেন রূপকথা চলছেই। এবার ফ্র্যাঙ্কফোর্টকে ৫-১ গোলে উড়িয়ে টানা ৪৮ ম্যাচ ধরে অপরাজিত জাবি আলোনসোর শীষ্যরা। সিরি আয় ১-১ গোলে ড্র হয়েছে এএস রোমা ও জুভেন্টাসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। আর ৩-৩ সমতায় শেষ হয়েছে এসি মিলান ও জেনোয়ার দ্বৈরথ।

ইংলিশ লিগে শিরোপার রেস থেকে দূরে সরে গেছে লিভারপুল। তাই কোচ য়্যুর্গেন ক্লপের শেষটা রাঙ্গানোর চ্যালেঞ্জ অলরেডদের। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার টটেনহ্যামের বিপক্ষে স্বরূপে ফিরেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্লাব। অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো স্বাগতিকরা। কোডি গেকপোর ক্রস থেকে ১৬ মিনিটে দলকে লিড এনে দেন সালাহ।

বিরতিতে যাওয়ার ঠিক আগেই ব্যবধান দ্বিগুণ হয়। টানা দুই ম্যাচে স্কোরশিটে নাম তোলেন অ্যান্ডি রবার্টসন। দ্বিতীয়ার্ধেও চলে লিভারপুলের আগ্রাসন। যার রেষ দরে গোলের দেখা পান কোডি গেকপো এবং হার্ভে ইলিয়ট। ৫৯ মিনিটের মধ্যে চার গোলের লিডে স্পারদের ম্যাচ থেকে ছিটকে দেয় ক্লপ শীষ্যরা।

তবে বদলি হিসেবে নেমে রিচার্লিসন আর সন হিউং মিন শুধুই ব্যবধান কমান। টানা চার ম্যাচ হেরে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সম্ভাবনা ধূসর টটেনহ্যামের।

এদিকে ইউরোপিয়ান টুর্নামেন্টের স্পট নিশ্চিতে শেষ মুহুর্তের চেষ্টায় চেলসি। সে অভিযানে ব্লুতে বিধ্বস্ত ওয়েস্ট হ্যাম ইউইটেড। পচেত্তিনো শীষ্যদের বড় জয়ে ভূমিকা রেখেছেন কোল পালমার, কনর গ্যালাহার, ননি মাদুকেরা। জোড়া গোল নিকোলাস জ্যাকসনের। ব্লুদের হোম ম্যাচ মানেই পালমার শো। শেষ ৫ ম্যাচে ১০ গোল এ ফরোয়ার্ডের।

বুন্দেসলিগায় দূরন্ত বেয়ার লেভারকুসেনের জয়রথ ছুটছেই। এবার ফ্র্যাঙ্কফুর্টকে উড়িয়ে দিয়েছে জাবি আলোনসোর দল। ডাচ ব্যাংক পার্কে গোল বন্যার শুরু গ্রানিত শাকার কল্যাণে। যদিও প্রথমার্ধেই হুগো একিটিকের গোলে সমতায় ফিরেছিলো স্বাগতিকরা। কিন্তু এরপর থেকে শুধুই দ্যা কোম্পানিস ইলেভেনদের রাজত্ব। একে একে স্কোরশিটে নাম তোলেন শিক, প্যালাসিওস, ফ্রিমপং ও বনিফেস।

ইউরোপের লিগ ইতিহাসে বেনফিকার গড়া ৫৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে লেভারকুসেন। পর্তুগীজ ক্লাবটির সমান ৪৮ ম্যাচ ধরে যে অপরাজিত অ্যালনসো শীষ্যরা। বৃহস্পতিবার রোমার বিপক্ষে ইউরোপা লিগের দ্বিতীয় লেগ ঘরের মাঠ বে অ্যারেনা বলেই সে সম্ভাবনা প্রবল। যেখানে ২-০ এগ্রিগেটে এগিয়ে লেভারকুসেন।

নিউজটি শেয়ার করুন

৫৯ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের

আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

বুন্দেসলিগায় লেভারকুসেন রূপকথা চলছেই। এবার ফ্র্যাঙ্কফোর্টকে ৫-১ গোলে উড়িয়ে টানা ৪৮ ম্যাচ ধরে অপরাজিত জাবি আলোনসোর শীষ্যরা। সিরি আয় ১-১ গোলে ড্র হয়েছে এএস রোমা ও জুভেন্টাসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। আর ৩-৩ সমতায় শেষ হয়েছে এসি মিলান ও জেনোয়ার দ্বৈরথ।

ইংলিশ লিগে শিরোপার রেস থেকে দূরে সরে গেছে লিভারপুল। তাই কোচ য়্যুর্গেন ক্লপের শেষটা রাঙ্গানোর চ্যালেঞ্জ অলরেডদের। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার টটেনহ্যামের বিপক্ষে স্বরূপে ফিরেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্লাব। অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো স্বাগতিকরা। কোডি গেকপোর ক্রস থেকে ১৬ মিনিটে দলকে লিড এনে দেন সালাহ।

বিরতিতে যাওয়ার ঠিক আগেই ব্যবধান দ্বিগুণ হয়। টানা দুই ম্যাচে স্কোরশিটে নাম তোলেন অ্যান্ডি রবার্টসন। দ্বিতীয়ার্ধেও চলে লিভারপুলের আগ্রাসন। যার রেষ দরে গোলের দেখা পান কোডি গেকপো এবং হার্ভে ইলিয়ট। ৫৯ মিনিটের মধ্যে চার গোলের লিডে স্পারদের ম্যাচ থেকে ছিটকে দেয় ক্লপ শীষ্যরা।

তবে বদলি হিসেবে নেমে রিচার্লিসন আর সন হিউং মিন শুধুই ব্যবধান কমান। টানা চার ম্যাচ হেরে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সম্ভাবনা ধূসর টটেনহ্যামের।

এদিকে ইউরোপিয়ান টুর্নামেন্টের স্পট নিশ্চিতে শেষ মুহুর্তের চেষ্টায় চেলসি। সে অভিযানে ব্লুতে বিধ্বস্ত ওয়েস্ট হ্যাম ইউইটেড। পচেত্তিনো শীষ্যদের বড় জয়ে ভূমিকা রেখেছেন কোল পালমার, কনর গ্যালাহার, ননি মাদুকেরা। জোড়া গোল নিকোলাস জ্যাকসনের। ব্লুদের হোম ম্যাচ মানেই পালমার শো। শেষ ৫ ম্যাচে ১০ গোল এ ফরোয়ার্ডের।

বুন্দেসলিগায় দূরন্ত বেয়ার লেভারকুসেনের জয়রথ ছুটছেই। এবার ফ্র্যাঙ্কফুর্টকে উড়িয়ে দিয়েছে জাবি আলোনসোর দল। ডাচ ব্যাংক পার্কে গোল বন্যার শুরু গ্রানিত শাকার কল্যাণে। যদিও প্রথমার্ধেই হুগো একিটিকের গোলে সমতায় ফিরেছিলো স্বাগতিকরা। কিন্তু এরপর থেকে শুধুই দ্যা কোম্পানিস ইলেভেনদের রাজত্ব। একে একে স্কোরশিটে নাম তোলেন শিক, প্যালাসিওস, ফ্রিমপং ও বনিফেস।

ইউরোপের লিগ ইতিহাসে বেনফিকার গড়া ৫৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে লেভারকুসেন। পর্তুগীজ ক্লাবটির সমান ৪৮ ম্যাচ ধরে যে অপরাজিত অ্যালনসো শীষ্যরা। বৃহস্পতিবার রোমার বিপক্ষে ইউরোপা লিগের দ্বিতীয় লেগ ঘরের মাঠ বে অ্যারেনা বলেই সে সম্ভাবনা প্রবল। যেখানে ২-০ এগ্রিগেটে এগিয়ে লেভারকুসেন।