ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাফায় ইসরায়েলী হামলায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলী হামলায় অন্তত বারজন নিহত হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে মঙ্গলবার এ কথা জানা গেছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

এদিকে ইসরাইল রাফায় বড়ো ধরনের স্থল অভিযান চালানোর অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, রাফার পশ্চিমাঞ্চল তাল আস-সুলতান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম রাফায় অপর একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে এক শিশুসহ অন্তত তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

রাফার কুয়েতি হাসপাতাল বলছে, গতরাতের ইসরাইয়েলী হামলার পর তারা পাঁচজন শহীদ এবং কয়েকজন আহতকে পেয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনী নিরাপত্তা সূত্রসমূহ বলছে, এলাকাটিতে বর্তমানে ইসরায়েল তাদের হামলার কর্মকান্ড জোরদার করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী স্থল ও আকাশ থেকে রাফায় অবিরাম বোমাবর্ষণ করছে। শহরটিতে হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত করছে বলে দাবি তাদের।

এর আগে সোমবার হামাস মিসর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে বলে জানায়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবটি ইসরায়েলের প্রয়োজনীয়তা থেকে অনেক দূরে এবং হামাসের ওপর সামরিক চাপ বাড়াতে রাফায় অভিযান চালবে।’

এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রাফাতে স্থল আক্রমণ চালানো হলে, তা হবে ‘অসহনীয়’। একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসকে আরও প্রচেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে বৈঠকের আগে গুতেরেস আরও বলেন, ‘এমন একটি সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। রাফাতে স্থল আক্রমণ হলে এর ধ্বংসাত্মক মানবিক পরিণতি এবং এই অঞ্চলে সেটির অস্থিতিশীলতার প্রভাব হবে অসহনীয়।’

এদিকে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সতর্ক করে বলেছেন, ইসরায়েল রাফাহতে বোমা হামলা করে যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

রাফায় ইসরায়েলী হামলায় ১২ জন নিহত

আপডেট সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলী হামলায় অন্তত বারজন নিহত হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে মঙ্গলবার এ কথা জানা গেছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

এদিকে ইসরাইল রাফায় বড়ো ধরনের স্থল অভিযান চালানোর অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, রাফার পশ্চিমাঞ্চল তাল আস-সুলতান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম রাফায় অপর একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে এক শিশুসহ অন্তত তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

রাফার কুয়েতি হাসপাতাল বলছে, গতরাতের ইসরাইয়েলী হামলার পর তারা পাঁচজন শহীদ এবং কয়েকজন আহতকে পেয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনী নিরাপত্তা সূত্রসমূহ বলছে, এলাকাটিতে বর্তমানে ইসরায়েল তাদের হামলার কর্মকান্ড জোরদার করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী স্থল ও আকাশ থেকে রাফায় অবিরাম বোমাবর্ষণ করছে। শহরটিতে হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত করছে বলে দাবি তাদের।

এর আগে সোমবার হামাস মিসর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে বলে জানায়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবটি ইসরায়েলের প্রয়োজনীয়তা থেকে অনেক দূরে এবং হামাসের ওপর সামরিক চাপ বাড়াতে রাফায় অভিযান চালবে।’

এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রাফাতে স্থল আক্রমণ চালানো হলে, তা হবে ‘অসহনীয়’। একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসকে আরও প্রচেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে বৈঠকের আগে গুতেরেস আরও বলেন, ‘এমন একটি সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। রাফাতে স্থল আক্রমণ হলে এর ধ্বংসাত্মক মানবিক পরিণতি এবং এই অঞ্চলে সেটির অস্থিতিশীলতার প্রভাব হবে অসহনীয়।’

এদিকে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সতর্ক করে বলেছেন, ইসরায়েল রাফাহতে বোমা হামলা করে যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন করে তুলছে।