ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চাকরি ছাড়ছেন ওয়েস্ট হ্যাম কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌসুম শেষে ওয়েস্ট হ্যাম ছাড়ছেন কোচ ডেভিড ময়েস। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পর ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যানেজার ডেভিড ময়েস। প্রিমিয়ার লিগের ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।

লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার মাত্র একদিন পরেই ময়েসের ক্লাব ছাড়ার এই ঘোষণা এসেছে। ক্লাবের এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘চলতি মৌসুমের পর ক্লাবের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ডেভিড ময়েস ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে।’

রিয়াল মাদ্রিদ, উল্ফস, ও স্পেনের সাবেক ম্যানেজার জুলেন লোপেতেগুই ময়েসের স্থলাভিষিক্ত হতে রাজি হয়েছেন। চেলসির বিপক্ষে পরাজয়টি ছিল এবারের আসরে টানা পঞ্চম অ্যাওয়ে পরাজয় যেখানে ওয়েস্ট হ্যাম পাঁচ গোল হজম করেছে। এর আগে আরেক লন্ডন ক্লাব ক্রিস্টাল প্যালেস ৫-২ গোলে হ্যামার্সদের বিধ্বস্ত করেছে। টানা দুই অ্যাওয়ে ম্যাচে বড় পরাজয় ময়েসের উপর চাপ আরো বেড়েছে।

বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম। শীর্ষ চারের থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

চাকরি ছাড়ছেন ওয়েস্ট হ্যাম কোচ

আপডেট সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

মৌসুম শেষে ওয়েস্ট হ্যাম ছাড়ছেন কোচ ডেভিড ময়েস। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পর ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যানেজার ডেভিড ময়েস। প্রিমিয়ার লিগের ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।

লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার মাত্র একদিন পরেই ময়েসের ক্লাব ছাড়ার এই ঘোষণা এসেছে। ক্লাবের এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘চলতি মৌসুমের পর ক্লাবের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ডেভিড ময়েস ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে।’

রিয়াল মাদ্রিদ, উল্ফস, ও স্পেনের সাবেক ম্যানেজার জুলেন লোপেতেগুই ময়েসের স্থলাভিষিক্ত হতে রাজি হয়েছেন। চেলসির বিপক্ষে পরাজয়টি ছিল এবারের আসরে টানা পঞ্চম অ্যাওয়ে পরাজয় যেখানে ওয়েস্ট হ্যাম পাঁচ গোল হজম করেছে। এর আগে আরেক লন্ডন ক্লাব ক্রিস্টাল প্যালেস ৫-২ গোলে হ্যামার্সদের বিধ্বস্ত করেছে। টানা দুই অ্যাওয়ে ম্যাচে বড় পরাজয় ময়েসের উপর চাপ আরো বেড়েছে।

বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম। শীর্ষ চারের থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।