ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এপ্রিল থেকে এক মাসের বেশি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরজীবনে স্বস্তি হয়ে আসে বৃষ্টি। গেল সপ্তাহ থেকে কমবেশি সবখানেই ঝরছে বৃষ্টি। কিন্তু নতুন শঙ্কা ডেঙ্গু। বৃষ্টির জমা পানিতে জন্ম নিচ্ছে এডিস, সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব। যে কারণে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী।

ডেঙ্গু মৌসুমের আগেই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। তবে চিকিৎসকরা বলছেন, গেলবারের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের লক্ষণে এসেছে পরিবর্তন। দীর্ঘ সময় সর্দি-জ্বর থাকার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু। তাই চিকিৎসা নিতেও হচ্ছে দেরি। এদিকে গেলবারের তুলনায় একই সময়ে হাসপাতালে রোগী ভর্তি আছে ৩ বা ৪ গুণ।

আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বরের সাথে অনেকেই গুলিয়ে ফেলছেন ডেঙ্গুর লক্ষণকে। দীর্ঘ সময় সর্দি-কাশির সাথে জ্বর থাকলেও বোঝা যাচ্ছে না- কারও কারও ডেঙ্গু.এতে হাসপাতালে যেতে বা চিকিৎসা নিতে হচ্ছে বিলম্ব।

একজন রোগী বলেন, ‘বৃষ্টির পানিতে ভিজি, এরপর বাসায় এসে জ্বর জ্বর অনুভব হয়। তখন প্রাথমিক চিকিৎসা করা হয়। এভাবে চার পাঁচ দিন কেটে যায়। এরপর ৭ তারিখে সব পরীক্ষা করে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত।’

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলবছর এপ্রিল ও মে মাসে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৬৮ ও ৭৬ জন, সেখানে এ বছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ ও ২১৫ জনে।

বিশেষজ্ঞরা বলছেন, গেলবারের তুলনায় এবার ডেঙ্গুর লক্ষ্মণের ধরনেও এসেছে পরিবর্তন। তাই ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ তাদের।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘যে কোনো জ্বর হলে অপেক্ষা না করে হাসপাতালে আসেন। এ বছরের বর্তমান ডেঙ্গু কিন্তু ক্লাসিক ডেঙ্গু ফিচার নয়। কেউ ডায়রিয়া নিয়ে আসছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসছে। কেউ মাথা ব্যথা নিয়ে আসছেন।’

ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু রোগী

আপডেট সময় : ০১:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

এপ্রিল থেকে এক মাসের বেশি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরজীবনে স্বস্তি হয়ে আসে বৃষ্টি। গেল সপ্তাহ থেকে কমবেশি সবখানেই ঝরছে বৃষ্টি। কিন্তু নতুন শঙ্কা ডেঙ্গু। বৃষ্টির জমা পানিতে জন্ম নিচ্ছে এডিস, সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব। যে কারণে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী।

ডেঙ্গু মৌসুমের আগেই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। তবে চিকিৎসকরা বলছেন, গেলবারের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের লক্ষণে এসেছে পরিবর্তন। দীর্ঘ সময় সর্দি-জ্বর থাকার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু। তাই চিকিৎসা নিতেও হচ্ছে দেরি। এদিকে গেলবারের তুলনায় একই সময়ে হাসপাতালে রোগী ভর্তি আছে ৩ বা ৪ গুণ।

আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বরের সাথে অনেকেই গুলিয়ে ফেলছেন ডেঙ্গুর লক্ষণকে। দীর্ঘ সময় সর্দি-কাশির সাথে জ্বর থাকলেও বোঝা যাচ্ছে না- কারও কারও ডেঙ্গু.এতে হাসপাতালে যেতে বা চিকিৎসা নিতে হচ্ছে বিলম্ব।

একজন রোগী বলেন, ‘বৃষ্টির পানিতে ভিজি, এরপর বাসায় এসে জ্বর জ্বর অনুভব হয়। তখন প্রাথমিক চিকিৎসা করা হয়। এভাবে চার পাঁচ দিন কেটে যায়। এরপর ৭ তারিখে সব পরীক্ষা করে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত।’

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলবছর এপ্রিল ও মে মাসে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৬৮ ও ৭৬ জন, সেখানে এ বছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ ও ২১৫ জনে।

বিশেষজ্ঞরা বলছেন, গেলবারের তুলনায় এবার ডেঙ্গুর লক্ষ্মণের ধরনেও এসেছে পরিবর্তন। তাই ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ তাদের।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘যে কোনো জ্বর হলে অপেক্ষা না করে হাসপাতালে আসেন। এ বছরের বর্তমান ডেঙ্গু কিন্তু ক্লাসিক ডেঙ্গু ফিচার নয়। কেউ ডায়রিয়া নিয়ে আসছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসছে। কেউ মাথা ব্যথা নিয়ে আসছেন।’

ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।