আরও ৭১ ফিলিস্তিনির প্রাণ নিলো ইসরায়েল

- আপডেট সময় : ১২:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৩৮৫ বার পড়া হয়েছে

নতুন বছরের দ্বিতীয় দিনে অবরুদ্ধ গাজায় ৭১ ফিলিস্তিনির প্রাণ নিলো দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এছাড়া তাদের হামলায় বহু মানুষ আহত হয়েছেন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বার্তাসংস্থাটি জানাচ্ছে, সর্বশেষ ৭১ জনসহ গাজায় মোট প্রাণহানি ৪৫ হাজার ৬০০ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা লক্ষাধিক।
গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা টিমকে মরদেহ সরাতে বাধা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজা ও উত্তর গাজার রাস্তায় মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এই গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংস্থাগুলোকে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছে মিডিয়া অফিস।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজায় ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ভবন ও বিভিন্ন স্থাপনার নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।