ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কলাপাড়ার বেশিরভাগ সড়ক বেহাল, ভোগান্তি

পটুয়াখালী সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খানাখন্দে বেহাল পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বেশিরভাগ সড়ক। দীর্ঘদিন যাবত ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। মাঝে মধ্যে কিছু সড়ক সংস্কারের উদ্যোগ নিলেও তা খুব বেশি কাজে আসছে না। তবে আবার টেন্ডার আহবান করা হয়েছে, বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

১৯৯৭ সালে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রায় চার বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী প্রায় ২০ হাজার মানুষের বাস। ২০১৫ সালে এই পৌরসভাটি ‘সি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলেও তেমন উন্নয়ন হয়নি।

শহরের প্রবেশ পথের প্রধান সড়কটি দীর্ঘদিন যাবত খানা খন্দে বেহাল হয়ে আছে। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। নেই পর্যাপ্ত ড্রেনেজ কিংবা পয়নিস্কাশনের ব্যবস্থা। ফলে ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।

পৌর কর্তৃপক্ষ বলছে, কুয়েত সরকারের অর্থায়নে ৯২ কোটি টাকা ব্যয়ে শহরের প্রধান সড়কটি পুনঃনির্মাণের টেন্ডার হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি সড়ক উন্নয়নের প্রস্তুতি চলছে।

গত ১৪ বছরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌ ঘাটির মতো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে সেই অনুপাতে উপজেলা শহরে তেমন কোন উন্নয়ন হয়নি।

নিউজটি শেয়ার করুন

কলাপাড়ার বেশিরভাগ সড়ক বেহাল, ভোগান্তি

আপডেট সময় : ০৭:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

খানাখন্দে বেহাল পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বেশিরভাগ সড়ক। দীর্ঘদিন যাবত ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। মাঝে মধ্যে কিছু সড়ক সংস্কারের উদ্যোগ নিলেও তা খুব বেশি কাজে আসছে না। তবে আবার টেন্ডার আহবান করা হয়েছে, বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

১৯৯৭ সালে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রায় চার বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী প্রায় ২০ হাজার মানুষের বাস। ২০১৫ সালে এই পৌরসভাটি ‘সি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলেও তেমন উন্নয়ন হয়নি।

শহরের প্রবেশ পথের প্রধান সড়কটি দীর্ঘদিন যাবত খানা খন্দে বেহাল হয়ে আছে। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। নেই পর্যাপ্ত ড্রেনেজ কিংবা পয়নিস্কাশনের ব্যবস্থা। ফলে ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।

পৌর কর্তৃপক্ষ বলছে, কুয়েত সরকারের অর্থায়নে ৯২ কোটি টাকা ব্যয়ে শহরের প্রধান সড়কটি পুনঃনির্মাণের টেন্ডার হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি সড়ক উন্নয়নের প্রস্তুতি চলছে।

গত ১৪ বছরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌ ঘাটির মতো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে সেই অনুপাতে উপজেলা শহরে তেমন কোন উন্নয়ন হয়নি।