ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইএস হামলা চালিয়েছে বিশ্বাস করা খুব কঠিন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করা খুব কঠিন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনে এমনটি বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার মস্কোর কনসার্ট হলে প্রাণঘাতী হামলায় ১৪৩ জন নিহত হন। পরে হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস।

হামলার বিষয়ে সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, ইউক্রেনই এই হামলার পেছনে দায়ী। তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, পশ্চিমা সরকারগুলো ইউক্রেনকে বাঁচাতে আইএসের ওপর দায় চাপাচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আইএস এই হামলা চালালেও এতে ভূমিকা ছিল কিয়েভের। শুক্রবার রাতে হামলার পর বন্দুকধারীদের সীমান্ত পেরিয়ে পালানোর জন্য ইউক্রেনের পক্ষের কেউ সহায়তা করেছিল বলেও দাবি করেন পুতিন।

গত মঙ্গলবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন যে, বন্দুকধারীরা প্রথমে তাঁর দেশে দিয়ে ঢুকে ইউক্রেনে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তারা বুঝতে পেরেছিল যে বেলারুশের সীমান্ত সিল করা হয়েছে।

একই দিন রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির পরিচালক জানান, মস্কোর হামলার পেছনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হাত রয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে বব্রিতিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ক্রোকাস সিটি হল হামলার বিষয়ে পশ্চিম এবং ইউক্রেন সম্পর্কে রাশিয়ার দাবি পুরোটাই বাজে।

নিউজটি শেয়ার করুন

আইএস হামলা চালিয়েছে বিশ্বাস করা খুব কঠিন: রাশিয়া

আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করা খুব কঠিন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনে এমনটি বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার মস্কোর কনসার্ট হলে প্রাণঘাতী হামলায় ১৪৩ জন নিহত হন। পরে হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস।

হামলার বিষয়ে সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, ইউক্রেনই এই হামলার পেছনে দায়ী। তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, পশ্চিমা সরকারগুলো ইউক্রেনকে বাঁচাতে আইএসের ওপর দায় চাপাচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আইএস এই হামলা চালালেও এতে ভূমিকা ছিল কিয়েভের। শুক্রবার রাতে হামলার পর বন্দুকধারীদের সীমান্ত পেরিয়ে পালানোর জন্য ইউক্রেনের পক্ষের কেউ সহায়তা করেছিল বলেও দাবি করেন পুতিন।

গত মঙ্গলবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন যে, বন্দুকধারীরা প্রথমে তাঁর দেশে দিয়ে ঢুকে ইউক্রেনে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তারা বুঝতে পেরেছিল যে বেলারুশের সীমান্ত সিল করা হয়েছে।

একই দিন রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির পরিচালক জানান, মস্কোর হামলার পেছনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হাত রয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে বব্রিতিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ক্রোকাস সিটি হল হামলার বিষয়ে পশ্চিম এবং ইউক্রেন সম্পর্কে রাশিয়ার দাবি পুরোটাই বাজে।