ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ১৪ কিলোমিটার জুড়ে আল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে কিশোরগঞ্জের মিঠামইনে ১৪ কিলোমিটার দীর্ঘ হাতে আঁকা আল্পনা উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় হাওর উপজেলা মিঠামইনের অল ওয়েদার সড়কের জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে আল্পনার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, বাংলালিংক লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক রুপালী চৌধুরী। পরে প্রধান অতিথি মিঠামইন জিরো পয়েন্টে অন্যদের সাথে নিয়ে আল্পনা উৎসব করেন।

দীর্ঘতম আল্পনা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেডের অ্যাসোসিয়েটস এক্সিকিউটিভ ডিরেক্টর নাফিউল হক।

এর আগে গত শুক্রবার (১২ এপ্রিল) তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে বিশ্বের দীর্ঘতম আল্পনা এঁকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’ উৎসব শুরু হয়। মোট সাড়ে ছয়শত শিল্পী দিন-রাত পরিশ্রম করে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলা সদর পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই আল্পনা আঁকার কাজ শেষ করেন।

এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও বার্জার পেইন্টস-এর যৌথ উদ্যোগে মিঠামইনে দেশের বৃহত্তম আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ অনুষ্ঠিত হয়। এটি মিঠামইনের জিরো পয়েন্টে থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার জুড়ে অংকনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আল্পনা তৈরির বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ৬৫০ জন চিত্রশিল্পী এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ১৪ কিলোমিটার জুড়ে আল্পনা

আপডেট সময় : ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে কিশোরগঞ্জের মিঠামইনে ১৪ কিলোমিটার দীর্ঘ হাতে আঁকা আল্পনা উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় হাওর উপজেলা মিঠামইনের অল ওয়েদার সড়কের জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে আল্পনার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, বাংলালিংক লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক রুপালী চৌধুরী। পরে প্রধান অতিথি মিঠামইন জিরো পয়েন্টে অন্যদের সাথে নিয়ে আল্পনা উৎসব করেন।

দীর্ঘতম আল্পনা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেডের অ্যাসোসিয়েটস এক্সিকিউটিভ ডিরেক্টর নাফিউল হক।

এর আগে গত শুক্রবার (১২ এপ্রিল) তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে বিশ্বের দীর্ঘতম আল্পনা এঁকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’ উৎসব শুরু হয়। মোট সাড়ে ছয়শত শিল্পী দিন-রাত পরিশ্রম করে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলা সদর পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই আল্পনা আঁকার কাজ শেষ করেন।

এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও বার্জার পেইন্টস-এর যৌথ উদ্যোগে মিঠামইনে দেশের বৃহত্তম আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ অনুষ্ঠিত হয়। এটি মিঠামইনের জিরো পয়েন্টে থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার জুড়ে অংকনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আল্পনা তৈরির বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ৬৫০ জন চিত্রশিল্পী এতে অংশ নেন।