ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপির ৮০ ভাগ নেতা-কর্মী নির্যাতনের শিকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী দমন নিপীড়নের শিকার হয়েছে, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) হামলা-মামলা,-গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না। সারাদেশে একটা ভীতিকর, ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে বলে অভিযোগ তার।

জানান, ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে। যারা গণতন্ত্র চায় তাদের সবাইকে মিলে অতীতের মতো ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের প্রথম শিকার হয়েছেন খালেদা জিয়া। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আরেক নির্যাতিত নেতা তারেক রহমান। এভাবে বিএনপির ৮০ ভাগ লোক সরকারের দমননীতির শিকার হয়েছেন।

তিনি বলেন, সারাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ ভয়ে থাকে। সারাদেশে ফিয়ার ফোবিয়া তৈরি করা হয়েছে। ফ্যাসিবাদি সরকার বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

মির্জা ফখরুল আরও বলেন, স্ত্রী, বোন, মা-বাবা কাউকে রেহাই দিচ্ছে না সরকার। ছাত্রদল-যুবদল নেতাদের নির্যাতন করে চিকিৎসাও করেনি। বিএনপি ও গণতন্ত্রমনা দলগুলো শুরু থেকেই চেষ্টা করছে। বিএনপি সাধ্যমতো সংগ্রাম করছে। অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৮০ ভাগ নেতা-কর্মী নির্যাতনের শিকার: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী দমন নিপীড়নের শিকার হয়েছে, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) হামলা-মামলা,-গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না। সারাদেশে একটা ভীতিকর, ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে বলে অভিযোগ তার।

জানান, ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে। যারা গণতন্ত্র চায় তাদের সবাইকে মিলে অতীতের মতো ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের প্রথম শিকার হয়েছেন খালেদা জিয়া। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আরেক নির্যাতিত নেতা তারেক রহমান। এভাবে বিএনপির ৮০ ভাগ লোক সরকারের দমননীতির শিকার হয়েছেন।

তিনি বলেন, সারাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষ ভয়ে থাকে। সারাদেশে ফিয়ার ফোবিয়া তৈরি করা হয়েছে। ফ্যাসিবাদি সরকার বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

মির্জা ফখরুল আরও বলেন, স্ত্রী, বোন, মা-বাবা কাউকে রেহাই দিচ্ছে না সরকার। ছাত্রদল-যুবদল নেতাদের নির্যাতন করে চিকিৎসাও করেনি। বিএনপি ও গণতন্ত্রমনা দলগুলো শুরু থেকেই চেষ্টা করছে। বিএনপি সাধ্যমতো সংগ্রাম করছে। অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।