ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোপা ইতালিয়ার ফাইনালে আটালান্টা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ৩৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোপা ইতালিয়া ফুটবলে চলতি মৌসুমে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে আটালান্টা। ইতালির বারগেমোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় ফিওরেন্তিনাকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের যায়গা নিশ্চিত করেছে স্বাগতিক আটালান্টা।

প্রথম লেগের খেলায় জয় পেয়ে এগিয়ে থেকেও ছিটকে গেলো ফিওরেন্তিনা। খেলার শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলে চাপের মুখে পড়ে ফিওরেন্তিনা। খেলার অষ্টম মিনিটেই কোপমাইনার্সের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৮ মিনিটেই লুকাস মার্তিনেজের গোলে সমতায় ফিরে সফরকারিরা।

তবে, এরপর ফিওরেন্তিনা আর পাত্তাই পায়নি আটালান্টার কাছে। খেলার ৭৫ মিনিটে জিয়ানলুকার গোলে ব্যবধান বাড়ে আটালন্টার। শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে ৪ মিনিটের ভেতর দলের পক্ষে আরো ১টি করে গোল করে লুকমান ও মারিও।

এদিকে, ফিওরেন্তিনা আর কোন গোল না করতে পারলে দলটির বিপক্ষে ৪-১ গোলের জয় নিশ্চিত হয় আটালান্টার। এই জয়ের ফলে দুই লেগের খেলা মিলিয়ে ৪-২ গোল ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠে আটালান্টা।

নিউজটি শেয়ার করুন

কোপা ইতালিয়ার ফাইনালে আটালান্টা

আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কোপা ইতালিয়া ফুটবলে চলতি মৌসুমে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে আটালান্টা। ইতালির বারগেমোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় ফিওরেন্তিনাকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের যায়গা নিশ্চিত করেছে স্বাগতিক আটালান্টা।

প্রথম লেগের খেলায় জয় পেয়ে এগিয়ে থেকেও ছিটকে গেলো ফিওরেন্তিনা। খেলার শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলে চাপের মুখে পড়ে ফিওরেন্তিনা। খেলার অষ্টম মিনিটেই কোপমাইনার্সের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৮ মিনিটেই লুকাস মার্তিনেজের গোলে সমতায় ফিরে সফরকারিরা।

তবে, এরপর ফিওরেন্তিনা আর পাত্তাই পায়নি আটালান্টার কাছে। খেলার ৭৫ মিনিটে জিয়ানলুকার গোলে ব্যবধান বাড়ে আটালন্টার। শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে ৪ মিনিটের ভেতর দলের পক্ষে আরো ১টি করে গোল করে লুকমান ও মারিও।

এদিকে, ফিওরেন্তিনা আর কোন গোল না করতে পারলে দলটির বিপক্ষে ৪-১ গোলের জয় নিশ্চিত হয় আটালান্টার। এই জয়ের ফলে দুই লেগের খেলা মিলিয়ে ৪-২ গোল ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠে আটালান্টা।